প্রায় ৬ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে ঢালাই রাস্তার কাজের সূচনা হয়ে গেল পুরাতন মালদা পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ী নেতাজী পল্লী পালপাড়া এলাকায়। পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে এবং পৌরসভার ১৯ নম্বর কাউন্সিলরের প্রচেষ্টায় এই ঢালাই রাস্তার কাজের সূচনা করা হয়।
নিয়ম নিষ্ঠা মেনে পুজো করে আনুষ্ঠানিকভাবে এই রাস্তার কাজের সূচনা করেন সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলর বিশ্বজিৎ হালদার। উল্লেখ্য, দীর্ঘ ৩০ বছর ধরে বেহাল অবস্থায় পরেছিল এই কাঁচা রাস্তা। এতদিন পর রাস্তার কাজের সূচনা হওয়ায় খুশি এলাকাবাসী। কাউন্সিলর বিশ্বজিৎ হালদার জানান, এই ওয়ার্ড দীর্ঘদিন ধরে বিজেপির দখলে থাকায় এলাকায় কোন উন্নয়ন হয়নি, মানুষকে ভুল বুঝিয়ে ভাঁওতা দিয়ে রেখেছিল। এই ওয়ার্ডের মানুষ ৩০ বছর ধরে কাঁচা রাস্তার সমস্যায় ভুগছিল তাই এলাকার জনসাধারণ তার কাছে পাকা রাস্তার দাবী করেছিল। এলাকাবাসীর দাবিকে মান্যতা দিয়ে প্রায় ২১৭ মিটার রাস্তা পাকা হচ্ছে।